আজ রবিবার বিশিষ্ট সাহিত্যিক নবনীতা দেবসেনের ৮১ তম জন্মদিন। শনিবার এই উপলক্ষে 'আকার প্রকার' আর্ট গ্যালারিতে এক অনুষ্ঠানের আয়োজন করেছিল দে'জ প্রকাশনা। জন্মদিনে তাঁরই লেখা একটি বই 'ভালো-বাসার বারান্দা' প্রকাশিত হল। সঙ্গে ছিল কবিতা, গান ও জমাটি আড্ডার আসর।