কলকাতায় Mrs.India সুন্দরী প্রতিযোগিতা হতে চলেছে আগামী ১৩ জুলাই। এই প্রতিযোগিতার অন্যতম আয়োজক 'আই গ্ল্যাম ইনস্টিটিউট' মঙ্গলবার প্রেসক্লাবে এক সাংবাদিক বৈঠকের আয়োজন করেছিল। উপস্থিত ছিলেন ফ্যাশন ডিজাইনার শর্বরী দত্ত, ইন্দ্রনীল মুখার্জি ও দেবশ্রী দাস।