মঙ্গলবার শহরে এক মাল্টিপ্লেক্সে তাঁর আগামী ছবি ' তানাজী : দ্য আনসাং ওয়ারিয়র ' ছবির ট্রেলর লঞ্চে হাজির হয়েছিলেন অজয় দেবগন। সেইসঙ্গে সারলেন সাংবাদিক বৈঠকও। অনুষ্ঠানের মাঝে এসে পৌঁছেছিল শহরের এক এনজিও-র একদল খুদে,তাদের প্রিয় এই বলি-নায়কের সঙ্গে ছবি তুলতে।