Written By মনা বীরবংশী
‘কাটমানি’র টাকা ফেরতের দাবিতে এবার অনুব্রত মণ্ডলের গড়ে তৃণমূল কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা। বৃহস্পতিবার রাতে বোলপুর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের তৃণমূল কার্যালয় ঘেরাও করে টাকা ফেরত চান বাসিন্দারা। তাঁদের অভিযোগ, প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা আত্মসাৎ করেছে এই অঞ্চলের তৃণমূল নেতৃত্ব। মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরেই জেলা জুড়ে দিকে দিকে চলছে তৃণমূল কার্যালয় ও নেতাদের ঘেরাও। যদিও, স্থানীয় তৃণমূল নেতা রাজেশ শর্মা বলেন, ‘মিথ্যা অভিযোগ। এখানে কেউ টাকা দিয়েছে বলে জানা নেই। ’
21st June, 2019 12:11 pm
9th December, 2019 09:28 pm
9th December, 2019 07:42 pm
9th December, 2019 06:52 pm
9th December, 2019 05:31 pm