Written By শাজাহান আলি
বাড়ি মেরামতির কাজ চলছিল। এমন সময় হঠাৎ করে ভেঙে পড়ল বাড়ির পুরনো দেওয়াল। আর সেই দেওয়ালে চাপা পড়ে মৃত্যু হল বাড়ির মালিক এক প্রৌঢ়ার। মৃতার নাম সন্ধ্যা মঙ্গল(৫২)।ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর শহরের সুভাষ নগর এলাকায়।ওই বাড়ির পাশে দাঁড়িয়ে থাকা তার গাড়ির চালক গুরুতরভাবে জখম হয়ে ভর্তি মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে।দেওয়াল চাপা পড়া ওই মহিলাকে দমকল কর্মীরা গিয়ে দেওয়াল সরিয়ে উদ্ধার করে। পুলিশ সূত্রে খবর, ঘটনাস্থলে মৃত্যু হয়েছে ওই মহিলার। বাড়ির সামনে নিজের পুরনো গ্যারাজে মেরামতের কাজ চলছিল তখন। মৃতা ওই মহিলার ছেলে এবং বিবাহিতা মেয়ে বাইরে থাকেন। স্বামী মারা গিয়েছিলেন অনেক বছর আগেই। তদন্ত শুরু করেছে পুলিশ।