Written By স্বরূপ গঙ্গোপাধ্যায়
হাসপাতাল পরিদর্শন করতে গিয়ে বহির্বিভাগে বেশ খানিকক্ষণ রোগী দেখলেন বাঁকুড়ার জেলাশাসক উমাশংকর এস । শুক্রবার বেলা ১০টা নাগাদ তিনি পৌঁছে যান ওন্দা সুপার স্পেশালিটি হাসপাতালে। হাসপাতালের বিভিন্ন বিষয় খতিয়ে দেখতে যান তিনি। বহির্বিভাগে পৌঁছে চিকিৎসা করাতে আসা রোগীরদের লম্বা লাইন দেখে মেডিসিন বিভাগে ঢুকে পড়েন তিনি। তখনও চিকিৎসক উপস্থিত না হওয়ায় ওই টেবিলে বসেই স্টেথো নিয়ে রোগীরদের চিকিৎসা করতে শুরু করে দেন তিনি। বেশ খানিকক্ষন বহির্বিভাগে চিকিৎসা করে তিনি হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড এবং হাসপাতালে ভর্তি থাকা রোগী ও রোগীর আত্মীয়দের সাথে হাসপাতালের পরিষেবা নিয়ে কথাও বলেন জেলাশাসক উমাশঙ্কর এস। তাঁর সঙ্গে ছিলেন ওন্দার বিডিও এবং হাসপাতালের সুপার ও অন্যান্য আধিকারিকরা। একদিকে জেলাশাসক ও অন্যদিকে চিকিৎসক হবার সুবাদে হাসপাতালের রোগীদের চিকিৎসা পরিষেবা দেওয়ায় খুশি রোগী ও রোগীর আত্মীয়রা। স্বাভাবিকভাবেই জেলাশাসকের প্রশংসায় পঞ্চমুখ রোগী ও রোগীর আত্মীয়রা।
22nd April, 2021 09:51 pm
22nd April, 2021 07:31 pm
22nd April, 2021 06:50 pm
22nd April, 2021 05:49 pm