Written By মনা বীরবংশী
শিয়ালদা-বালুরঘাট ডাউন গৌড় এক্সপ্রেসের এসি২ ও এসি৩ টায়ারে চুরি। যাত্রীরা টের পেয়ে চোর ধরতে গেলে বেশ কয়েকজন যাত্রী জখম হন। রেল সূত্রে খবর, গভীর রাতে বোলপুর স্টেশনের আগের স্টেশনে ঘটনাটি ঘটে। এই ঘটনাকে কেন্দ্র করে বোলপুর স্টেশনে যাত্রীরা বিক্ষোভও দেখান। যাত্রীদের অভিযোগ, রেলের কর্মীরাও এই ঘটনায় জড়িত থাকার সম্ভাবনা রয়েছে। প্রায় লক্ষাধিক টাকার সামগ্রী চুরি গেছে বলে অভিযোগ। চোরেরা পালিয়ে যাওয়ার সময় যাত্রীদের লক্ষ্য করে পাথরও ছোঁড়ে বলে অভিযোগ।
29th June, 2019 11:08 am
9th December, 2019 09:28 pm
9th December, 2019 07:42 pm
9th December, 2019 06:52 pm
9th December, 2019 05:31 pm