Written By দেবাশিস সেনগুপ্ত
সিসিটিভি ধরিয়ে দিলো চোরকে। দক্ষিণ ২৪ পরগনার মহেশতলা থানার অন্তর্গত সারেঙ্গাবাদ এলাকায় গত ২৮ জুন রাতে একটি সোনার দোকানে গ্রাহক সেজে ঢোকে শাহিন খাতুন(৩০) নামে এক ভদ্রমহিলা । গহনা দেখার ছলে দুখানা কানের এবং একটি বালা চুরি করে করে সে চলে যায়। দোকানদার রাতে স্টক মেলাবার সময় হিসাব না মেলায় সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে বুঝতে পারে চুরির কথা। ফুটেজ দেখে সন্ধান মেলে চোরের । দোকানের মালিক জানিয়েছেন, " সিসিটিভি ফুটেজ আমি অপর একটি সোনার দোকান এস আর জুয়েলার্সে পাঠিয়ে দিই হোয়াটসঅ্যাপের মাধ্যমে।গতকাল সন্ধ্যাবেলায় এক ভদ্রমহিলা শাহিন খাতুন যিনি মেটিয়াবুরুজের বাসিন্দা আমার দোকানে সে আসে ও চুরি করে।" মহেশতলা থানার হাতে শাহিনকে তুলে দেওয়া হয়। এদিকে অমর কুমার সাউ(৪৫) নামে এক ভদ্রলোক থানায় এসে জানতে চায় শাহিনকে কি কারণে ধরা হয়েছে। পুলিশের সন্দেহ হয় অমরকে দেখে। অমরকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে এই অমর কুমার সাউ যিনি সাউথ পোর্ট থানা এলাকার বাসিন্দা, তার কাজ ছিল দোকানের বাইরে থাকা এবং কোনও সমস্যা হলে স্বামী সেজে শাহিনকে সাহায্য করা। দুজনেই চুরির কথা স্বীকার করেছে। ৩৭৯/৩৪ ধারায় মামলা দায়ের করে মহেশতলা থানা দু'জন আসামীকেই রবিবার আলিপুর আদালতে পেশ করে । বিচারক তাদের ২ জুলাই পর্যন্ত পুলিশি হেপাজতে রাখার নির্দেশ দিয়েছেন।
30th June, 2019 03:15 pm
9th December, 2019 09:28 pm
9th December, 2019 07:42 pm
9th December, 2019 06:52 pm
9th December, 2019 05:31 pm