Written By কলকাতা টিভি ওয়েব ডেস্ক
১০ দিন বাদেই অর্থাৎ ১৫ জুলাই শ্রী হরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে জিএসএলভি এমকে ৩ ক্রায়োজনিক হেভি রকেটের সাহায্যে চন্দ্রায়ণ -২ কে মহাকাশে পাঠানো হবে । এই রকেটটি ভারতের সবচেয়ে ক্ষমতাশালী রকেট, যা মহাশূন্যে ৪টন ওজন বিশিষ্ট উপগ্রহকে বয়ে নিয়ে যেতে সক্ষম । এমনকী এটিই হল ভারতের প্রথম অরবিটার ল্যান্ডার উপগ্রহ । এর দুটি ভাগ রয়েছে । ১টি হল অরবিটার যা চাঁদের চারপাশে ঘুরবে । আরেকটি হল ল্যান্ডার রোভার । যা চাঁদের মাটিতে অবতরণ করে সেখানে নানান পরীক্ষা নিরীক্ষা চালাবে । সেই সব তথ্য রোভার থেকে আসবে অরবিটারে । অরবিটার থেকে তা পৃথিবীতে বসে ইসরোর বিজ্ঞানীরা সংগ্রহ করবেন । এই মহাকাশ যানটি উৎক্ষেপনের পর পৃথিবীর ১৭০ x৪০৪০০ কিমি কক্ষপথে স্থাপিত হবে । পরে তার কক্ষপথ বাড়াতে এবং চন্দ্রায়ণ -২কে চাঁদে স্থানান্তর অভিযানের জন্য একটি বাহক তৈরি করা হবে । চাঁদের আড়াআড়ি এলাকায় প্রবেশ করার সময়, অন-বোর্ড থ্রাস্টারগুলি লুনার ক্যাম্পের জন্য মহাকাশযানকে গতিবেগ যোগাবে । চাঁদের চারপাশের চন্দ্রায়ণ -২ এর কক্ষপথটি চক্রের একটি সিরিজের মাধ্যমে ১০০x১০০ কিমি কক্ষপথে বৃত্তাকারে ঘুরবে । সেখান থেকে ল্যান্ডারটি রোভারকে নিয়ে চাঁদের মাটিতে অবতরণ করবে । অবতরণের পর ল্যান্ডারের ভেতর থেকে রোভারটি চাঁদের মাটিতে বেরিয়ে আসবে । অরবিটার থেকে পৃথক হয়ে চাঁদে অবতরণের পূর্বে অবতরণ অঞ্চলের ছবি তুলে নিরাপদ এবং বিপদ মুক্ত অঞ্চলেই ল্যান্ডারটি রোভারকে নিয়ে চাঁদে অবতরণ করবে । ধরা হয়েছে ল্যান্ডর-বিক্রম ২০১৯’র ৬সেপ্টেম্বর চাঁদের দক্ষিণ মেরুর কাছাকাছি অবতরণ করবে । তারপর, রোভারটি ১ চন্দ্র দিন যা পৃথিবীর ১৪ দিনের সমান, চন্দ্র পৃষ্ঠে নানান পরীক্ষা চালিয়ে তা অরবিটারের মাধ্যমে পৃথিবীতে পাঠাবে । এই অরবিটার ১ বছর ধরে কাজ করবে বলে ইসরোর তরফে জানানো হয়েছে ।
6th March, 2021 11:13 pm
6th March, 2021 10:38 pm
6th March, 2021 07:54 pm
6th March, 2021 07:25 pm