Written By স্বরূপ গঙ্গোপাধ্যায়
দোকান ও বাড়িতে চুরির চেষ্টা, কিন্তু তালা ভেঙেও ফিরে গেল চোরের দল। তবে বাড়ি ও দোকানের চারপাশে লাগানো সিসিটিভিতে ধরা পড়ল দুষ্কৃতকারীদের কর্ম। ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার ওন্দা থানা এলাকায়। সোমবার রাতে কিছু দুষ্কৃতী হানা দেয় সেখানকার এক মশলার পাইকারি ব্যবসায়ী লছমন গরাইয়ের দোকানে। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা গেছে, দোকানের সামনের জানালা ভেঙে দোকানে ঢোকার চেষ্টা করে দুষ্কৃতীরা। কিন্তু দোকানে ঢুকতে না পেরে পাশের গলি দিয়ে সাটার ভেঙে ফেলার চেষ্টা করে। দলটি সেখানেও ব্যর্থ হলে পরে গোডাউনের দরজায় তালা ভেঙে ঢোকার চেষ্টা করে। আপাতত সিসিটিভি থেকে পাওয়া ফুটেজ দেখে ঘটনার তদন্ত শুরু করেছে ওন্দা থানার পুলিশ।