Written By স্বরূপ গঙ্গোপাধ্যায়
জুয়ার ঠেকে পুলিশের হানা গ্রেফতার ৬ । বাঁকুড়ায় রমরমিয়ে চলছিল জুয়ার ঠেক। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশের জালে ৬ জুয়াড়ি। বাঁকুড়া শহর লাগোয়া ফাঁকা মাঠে প্রায়শই বসছে জুয়ার আসর। বেশ কয়েকজন জুয়াড়ি গোপনে এই জুয়ার কারবার চালাচ্ছে বলেই সূত্রের খবর। বাঁকুড়া সদর থানার পুলিশ সোমবার রাতে বিশেষ সূত্রে খবর পেয়ে হানা দেয় বাঁকুড়া সদর থানার সতীঘাট এলাকায়, ফাঁকা মাঠে পুলিশের হাতে ধরা পড়ে ৬ জুয়াড়ি। পুলিশ সূত্রে খবর, তাঁদের বাড়ি বাঁকুড়া সদর থানা এলাকায়। ধৃতদের কাছ থেকে ৪২ হাজার ১৫০ টাকা উদ্ধার করে পুলিশ ।ধৃত ৬ জনকে বুধবার বাঁকুড়া জেলা আদালতে তোলা হবে।
22nd April, 2021 09:51 pm
22nd April, 2021 07:31 pm
22nd April, 2021 06:50 pm
22nd April, 2021 05:49 pm