Written By অনির্বাণ বন্দ্যোপাধ্যায়
এ সেই নদী, যার বাঁকে বাঁকে বয়ে চলাকে লিখে রেখেছেন বিভূতিভূষণ। এ সেই নদী, দশমীর ভাসানের দিন, যার দুই কূলে উপছে পড়ে দু’বাংলার আবেগ। এবারের বর্ষায় ডাক পাঠাল সেই ইছামতী।
টাকি। উত্তর-চব্বিশ পরগনার বসিরহাট সাব ডিভিশনের ছোট্ট এক মফস্বল শহর। পাশ দিয়ে তার বয়ে চলেছে ইছামতী। ওপারে বাংলাদেশের সাতক্ষীরা। আর এইপারে, ছলাৎ ছল। ‘ঘাটের কাছে গল্প বলে নদীর জল।’ শুধু সেই গল্পের টানেই চলে আসা যায় টাকিতে। নদীর পাশে বাঁধানো রাস্তা ফুরিয়ে গেছে একটু পরেই। শুরু হয়েছে পায়ে চলা মেঠো পথ। দুদিকে তার ঝুঁকে পড়া, পাখি ওড়া গাছগাছালির ছায়া। শীতের দুপুরে এই মেঠো পথে হারিয়ে যাবার মজাই আলাদা। কিন্তু, এখন গহন শ্রাবণ। নদীতীরের কাদা এড়িয়ে, ছোট কোনো চায়ের দোকানে ঠাঁই নেওয়াই ভালো। ঐ যে, সুন্দরবনের দিক থেকে বৃষ্টি এল আবার। জলতরঙ্গ বাজছে নদীর বুকে। কবেকার মুছে আসা স্মৃতির মতো, আবছা বাংলাদেশ। দোকানিকে আরো এক কাপ চা, আর গরম দুটো বেগুনি দিতে বলে, এখন চুপ করে তাকিয়ে থাকার সময়।
তারপর, হঠাৎ আবার বৃষ্টি থামল কখন। এবার একটু ঘুরে আসা। টাকিতে ইছামতী ছাড়াও, দেখার আছে অনেক কিছু। গোলপাতার জঙ্গল, মাছরাঙা দ্বীপ, রায়চৌধুরীদের জমিদারবাড়ি, রামকৃষ্ণ মন্দির আর কুলেশ্বরী কালীবাড়ি। ভ্যান রিকশয় উঠে পড়ুন এবার। ভালো কথা, দুপুরের জন্য হোটেলে নদীর টাটকা ইলিশের কথা বলে এসেছেন, মনে আছে তো? তাড়াতাড়ি ফিরবেন।
কীভাবে যাবেনঃ ধর্মতলা থেকে বাস পাবেন। কিম্বা শেয়ালদা থেকে হাসনাবাদ লোকাল ধরে টাকি রোড স্টেশন। সেখান থেকে ভ্যান রিকশয় ইছামতীর পারে।
...........................................................................................................................................................................
কোথায় থাকবেনঃ টাকিতে থাকার জন্য আছে নানারকমের, নানা দামের হোটেল।
...........................................................................................................................................................................
6th March, 2021 11:13 pm
6th March, 2021 10:38 pm
6th March, 2021 07:54 pm
6th March, 2021 07:25 pm