Written By মনা বীরবংশী
স্বাস্থ্যকেন্দ্রে বিস্ফোরণের ঘটনার পর আবারে মধ্যরাত্রিতে কেঁপে উঠলো বীরভূমের লাভপুর। দাঁড়কা গ্রামে রাত্রি বারোটা ১৯ মিনিট নাগাদ বোমার বিকট শব্দ হয়। স্থানীয় সূত্রে খবর, তৃণমূল পঞ্চায়েত সভাপতি কাজল রায়ের বাড়ি লক্ষ্য করে ছোঁড়া হয় বোমা। কাজল রায়ের বাড়ির চারিদিক ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বোমার সুতলি, বোমার কালো দাগ। ঘটনাস্থলে উপস্থিত হয় লাভপুর থানার পুলিশ। তৃণমূলের তরফ থেকে অভিযোগে জানানো হয়েছে স্থানীয় বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা এই ঘটনার নেপথ্যে জড়িত। কাজল রায় জানিয়েছেন, লাগাতার বোমা চার্জ করা হয় তাঁর বাড়ি লক্ষ্য করে। যদিও পুরো ঘটনা অস্বীকার করেছেন বিজেপি। বিজেপির পক্ষ থেকে জানানো হয়েছে, “পরিকল্পিতভাবে নিজেরাই নিজেদের বাড়িতে বোমা মেরে আমাদেরকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে।” ঘটনার তদন্তে নেমেছে লাভপুর থানার পুলিশ।
লাইভ কলকাতা টিভি দেখতে এখানে CLICK করুন
19th July, 2019 09:53 am