Written By শাজাহান আলি
বিয়ের দাবিতে প্রেমিকার বাড়ির সামনে ধর্না। প্রেমিকার অভিযোগে গ্রেফতার যুবক। ঘটনাটি ঘটেছে ঘাটালে। প্রেমিকার বাড়িতে ধর্নায় বসতে গিয়ে গ্রেফতার প্রেমিক। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকাজুড়ে। জানা গেছে প্রেমিকার অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে প্রেমিককে ।বৃহস্পতিবার বিকালে ঘটনাটি ঘটেছে ঘাটালের ইড়পালা গ্রামে৷ জানাযায় হুগলী জেলার খানাকুল থানার কিশোরপুর ২নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় মনোজিৎ হাইত, পেশায় সোনার কারিগর, মনোজিতের সঙ্গে বেশ কিছুদিন ধরে ঘাটাল থানার ইড়পালা গ্রামের এক যুবতীর সাথে প্রেম ভালোবাসার সম্পর্ক গড়ে ওঠে । সম্প্রতি বেশ কিছুদিন ধরেই তাদের সম্পর্কে টানাপোড়েন চলতে থাকে বলে জানা যায়। সেজন্য মনোজিৎ তাঁর সঙ্গীদের নিয়ে ওই নাবালিকার বাড়ির সামনে ধর্ণায় বসে। বিয়ের প্রস্তাব নিয়ে পোস্টার নিয়ে যুবতীর বাড়ির সামনে ধর্নায় বসে যায় সে ৷প্রতিবেশী ও মেয়ের পরিবার প্রথমে ওই যুবককে বুঝিয়ে কাজ না হওয়ায় পুলিশে অভিযোগ জানায়৷আর কিছুক্ষণ পরেই পুলিশ এসে মনোজিৎ ও তাঁর এক বন্ধুকে গ্রেফতার করে নিয়ে যায় থানায়। পুলিশ সূত্রে জানা গেছে, এক নাবালিকাকে জোর পূর্বক নিয়ে যাওয়ার অভিযোগে গ্রেফতার করা হয়েছে ওই যুবককে। এমনকি এই বিষয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে ওই যুবতী ওরফে মনোজিতের প্রেমিকা। যদিও অভিযুক্ত মনোজিতের দাবি' দীর্ঘদিন ধরে ওই মেয়েটির সাথে তার ভালোবাসার সম্পর্ক ছিল। তাই সে ভালোবাসা আদায়ের জন্যই তার বাড়ির সামনে এসে ধর্ণায় বসেছিল, কিন্তু তাকে মিথ্যে অভিযোগে ফাঁসানো হচ্ছে। যদিও ওই মেয়েটির বাবা রবীন্দ্র রায় বলেন" আমার মেয়েকে দীর্ঘদিন ধরে উত্তক্ত করত ওই যুবক, পুরো বিষয়টি পুলিশকে জানিয়েছি।”
লাইভ কলকাতা টিভি দেখতে এখানে CLICK করুন