Written By স্বরূপ গঙ্গোপাধ্যায়
গাড়ির ধাক্কায় মৃত্যু হল একটি পূর্ণ বয়স্ক সজারুর। ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার ওন্দা থানার ৬০নং জাতীয় সড়কের ওপর চৌকিমুড়ার ব্রিজে। রবিবার রাতে স্থানীয় মানুষ ব্রিজের ওপর আওয়াজ শুনে দুর্ঘটনার হয়েছে মনে করে ছুটে যায়। গিয়ে রক্তাক্ত মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে অজানা প্রাণীটিকে। কয়েকজন মৃত প্রাণীটিকে উদ্ধার করে রাস্তার পাশে নিয়ে এসে খবর দেন পুলিশ এবং স্থানীয় বনদফতরকে। এদিকে অজানা প্রাণীটিকে দেখতে রাতেই উপচে পড়ে উৎসাহী মানুষের ভিড়। গায়ে কাঁটা দেখে জানতে পারা যায় প্রাণীটি সজারু। কিন্তু সজারুটি ওই এলাকায় এলো কিভাবে তা নিয়ে ধন্দে এলাকাবাসী। এর আগে কখনও ওই এলাকায় সজারু কারোর নজরে পড়েনি বলেও দাবি এলাকার মানুষের। তাই তাঁদের প্রাথমিক অনুমান, রাতের অন্ধকারে গাড়িতে করে প্রাণী পাচার করে নিয়ে যাওয়ার সময় পথে গাড়ি থেকে পড়ে গিয়ে চাকার তলায় পিষে মৃত্যু হয়েছে সজারুটির। খবর পেয়ে বনদফতরের কর্মীরা মৃত জন্তুটিকে উদ্ধার করে নিয়ে যায়।