Written By শাজাহান আলি
পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের পক্ষ থেকে চালু করা হয় বিশেষ পুলিশ টিম "মোবাইল রক্ষক"। লোকসভা নির্বাচনের পর থেকেই পশ্চিম মেদিনীপুরে রাজনৈতিক সংঘর্ষ ক্রমবর্ধমান। সকাল থেকে রাত অবধি পুলিশের সমস্ত টিমকে ব্যস্ত থাকতে হয়েছে এই সমস্ত সংঘর্ষ নিয়ন্ত্রণ করতে। এ সংঘর্ষ-গুলি বেশিরভাগই প্রত্যন্ত গ্রামাঞ্চলে হয়েছে এবং হচ্ছে। দূর-দূরান্তের এই সমস্ত সংঘর্ষ কবলিত এলাকাগুলি দ্রুত নিজেদের নিয়ন্ত্রণে আনতে পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের পক্ষ থেকে চালু করা হয় বিশেষ পুলিশ টিম "মোবাইল রক্ষক"। পুলিশ সুত্রে খবর, পশ্চিম মেদিনীপুর জেলায় মোট ২৪০ টি বিশেষ বাইক সহ সশস্ত্র পুলিশ জওয়ান দিয়ে এই টিম তৈরি করা হয়েছে। প্রতিটি পুলিশ কর্মী একটি করে বাইক নিয়ে যাবে ৷ যার মধ্যে ৪০ টি বাইক নিয়ে মোবাইল রক্ষক একটি বাহিনীর উদ্বোধন করা হয় বুধবার। এই টিমের উদ্বোধন করেন রাজ্য পুলিশের আইজি রাজীব মিশ্র। উপস্থিত ছিলেন ডিআইজি মেদিনীপুর রেঞ্জ সুকেশ জৈন, পুলিশ সুপার দিনেশ কুমার সহ অন্যান্যরা। এদিন পুলিশ সুপার দিনেশ কুমার বলেন- “প্রত্যন্ত এলাকাতেও কোন সমস্যা হলে যেখানে দ্রুত চার চাকার গাড়ি, বড় গাড়িগুলি ঢুকতে পারবে না সেখানে এই মোবাইল রক্ষক টিম দ্রুত হাজির হবে। গ্রাম পঞ্চায়েত স্তরেও এলাকা টহল দিতে এই বাহিনী কাজ করবে ৷ এই বাহিনীর হাতে প্রয়োজনীয় বিভিন্ন রকমের অস্ত্রশস্ত্র থাকবে। যা দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে সক্ষম। বড় পুলিশ ফোর্স পৌঁছানোর আগে এই বাহিনী সেখানে পৌঁছাবে। এর সঙ্গে থাকছে প্রাথমিক মেডিক্যাল টিম।” এই বাহিনী ছাড়াও এদিন একটি বিশেষ ভ্রাম্যমান ক্যান্টিন চালু করল পুলিশ। যেখানে বিভিন্ন রকমের খাবার নিয়ে ওই গাড়িটি বিভিন্ন এলাকায় মোতায়েন থাকা পুলিশ কর্মীদের জন্য খাবার যোগাবে।