Written By স্বরূপ গঙ্গোপাধ্যায়
সেতু থেকে গন্ধেশ্বরী নদীবক্ষে ছুঁড়ে ফেলা শিশুর মৃতদেহ উদ্ধার করল বাঁকুড়া সদর থানার পুলিশ। শুক্রুবার রাত ১০টা নাগাদ কয়েকজন মিলে একটি সদ্যোজাতকে গন্ধেশ্বরী নদীর সেতু থেকে নদীতে ফেলে দেয় বলে অভিযোগ। বিষয়টি স্থানীয়দের নজরে আসতেই অভিযুক্তদের ধরে পুলিশের হাতে তুলে দেয় স্থানীয়রা। পাশাপাশি স্থানীয়দের উদ্যোগে শুরু হয় নদীবক্ষে তল্লাশি অভিযান। পরে খবর পেয়ে পুলিশ ওই অভিযানে যোগ দেয় । নদীবক্ষে চলে তল্লাশি। প্রথমে শিশুটির সন্ধান মেলেনা। তারপরই ধৃতদের জিজ্ঞাসাবাদ করে সঠিক জায়গার সন্ধান পেয়ে ভোর ৩টা নাগাদ ফের তল্লাশি চালানো হয় গন্ধেশ্বরী নদী বক্ষে। উদ্ধার হয় ওই শিশুর মৃতদেহ। এই ঘটনায় জড়িত সন্দেহে বাঁকুড়া সদর থানার পুলিশ ২জনকে আটক করেছে। যার মধ্যে রয়েছে শিশুটির বাবা এবং এক আত্মীয়। মৃত শিশুর বাবা পশ্চিম মেদিনীপুরের গোয়ালতোড়ের বাসিন্দা নির্মল সৎপতির স্ত্রী দিন দুই আগে এক পুত্র সন্তানের জন্ম দেন। জন্মের পর থেকেই সদ্যোজাত শিশুর স্পাইন্যাল জনিত সমস্যা ছিল বলেই জানা যায়। প্রাথমিকভাবে ওই সদ্যোজাতকে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও পরে কলকাতার একাধিক হাসপাতালে চিকিৎসা করানো হয় বলেও দাবি পরিবারের। কিন্তু শিশুটি পুরোপুরি সুস্থ না হওয়ায় তাকে দক্ষিণ ভারতের হাসপাতালে নিয়ে যাওয়ার পরিকল্পনা করে বাঁকুড়া ফিরিয়ে আনছিলো পরিবার। অভিযুক্তদের দাবি কলকাতা থেকে শিশুটিকে বাঁকুড়ায় নিয়ে আসার পথেই শিশুটি মারা যায়। শিশুর মৃতদেহ বাড়িতে ফিরিয়ে নিয়ে যেতে চায়নি শিশুর পরিবার। তাই ওই শিশুটিকে রাস্তার মাঝে গন্ধেশ্বরী নদীর সেতু থেকে নদীবক্ষে ছুঁড়ে ফেলা হয়েছিল বলে দাবি মৃত শিশুর বাবার। অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করে ঘটনার সত্যতা জানার চেষ্টা চালাচ্ছে বাঁকুড়া সদর থানার পুলিশ।
22nd April, 2021 09:51 pm
22nd April, 2021 07:31 pm
22nd April, 2021 06:50 pm
22nd April, 2021 05:49 pm