Written By শাজাহান আলি
উন্মত্ত হনুমানের দাপাদাপিতে বেশকিছু দিন ধরেই অতিষ্ঠ ছিল ঘাটালের দীর্ঘগ্রাম। অবশেষে সেই উন্মত্ত হনুমানটিকে গুলি করে কাবু করলো বনদফতর। হনুমানটিকে ধরতে আগে বেশ কয়েকবার এলাকায় গেছিল বনদফতর কিন্তু সেসময় গ্রামবাসীর ক্ষোভের মুখে পড়তে হয় তাঁদের। স্থানীয় সূত্রে খবর, বনদফতরের খড়গপুর ডিভিশনের কর্মীরা শনিবার ঘাটালের দীর্ঘগ্রামে পৌঁছে ওই উন্মত্ত হনুমানটিকে ধরতে গ্রামে যায় এবং গুলি করে নামায় ওই হনুমানটিকে। হনুমানটিকে বনদফতর ধরায় স্বস্তি গ্রামবাসীর।বনদপ্তর সূত্রে জানানো হয়,এদিন ওই হনুমানটিকে ঘুমপাড়ানি গুলি করে কাবু করা হয়েছে,খড়গপুর ডিভিশনে নিয়ে গিয়ে চিকিৎসার পর সুস্থ হলে পুনরায় বনে ছেড়ে দেওয়া হবে।