Written By শাজাহান আলি
বাড়ির শিশুটির জ্বর ছাড়ছিল না বেশ কয়েকদিন ধরে। ডাক্তার দেখিয়েও শিশুর শারীরিক অবস্থার উন্নতি হয়নি। শিশুর ওপর ডাইনির নজর লেগেছে -এমনই অনুমান পরিবারের অন্যান্য সদস্যদের। তাই সরাসরি ডাইনি অপবাদ দিয়ে বাড়ির বড় ছেলে গুরুদাস মান্ডি এবং তাঁর স্ত্রী বুধন মান্ডিকে তাড়ালো ভাই রঘুনাথ মান্ডি। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর সদর ব্লকের শিরিসডাঙ্গা গ্রামে। গুণিনের নিদানে পাকাপাকি ভাবে ডাইনি তকমা জোটে ওই আদিবাসী দম্পতির। ডাইনি অপবাদে লাঞ্ছনা গঞ্জনা এবং প্রতিবেশীদের উপহাসে বাধ্য ঘর ছাড়তে বাধ্য হন ওই আদিবাসী দম্পতি। বর্তমানে তারা নিজের বাড়ি ছেড়ে এক আত্মীয়র বাড়িতে রয়েছেন। সমস্যা থেকে পরিত্রান পেতে এবং বাড়িতে ফেরার আর্জি জানিয়ে গুড়গুড়িপাল থানায় অভিযোগ দায়ের করেছেন তাঁরা।