Written By শাজাহান আলি
বিদ্যুৎতের খুঁটির তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল গোরুর। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা থানার যাদবনগর গ্রামে। স্থানীয় সূত্রে খবর,যাদবনগর গ্রামের তারাপদ রজক নামে এক ব্যক্তির একটি গোরু রবিবার সকালে উঠানে বাঁধা ছিল। বাড়ির পাশেই বিদ্যুৎতের খুঁটির সংস্পর্শে গরুটি আসতেই বিদ্যুৎপৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায় গোরুটি। ঘটনায় ক্ষুব্ধ গ্রামবাসীরা বিদ্যুৎ দফতরের দিকে গাফিলতির অভিযোগ তুলছে। গোরুর মালিক পেশায় মজুর এবং চাষের কাজে এলাকায় লাঙ্গল দেওয়ার জন্য ওই দুটি গোরুর ওপর নির্ভরশীল। বিদ্যৎপৃষ্ঠ হয়ে একটি গোরু মারা যাওয়ায় ভেঙ্গে পড়েছেন তিনি। বিদ্যুৎ দফতরের পক্ষ থেকে ক্ষতিপুরনেরও দাবী জানান তিনি। এই ঘটনায় চন্দ্রকোনা থানায় লিখিত অভিযোগও করা হয়েছে বলে জানা গেছে। কয়েকদিন আগেই ওই এলাকায় এলটি লাইন খুলে কেবল তার লাগানো হয়। কোনও কারনে বিদ্যুতের খুঁটিতে কেবল সংযোগ থেকেই এমনটা হতে পারে বলে মনে করছেন স্থানীয়রা। এবিষয়ে চন্দ্রকোনা ইলেকট্রিক সাপ্লাই দফতরের স্টেশন ম্যানেজার ফারুক আহমেদ জানান, “ঘটনার খবর পেয়ে দফতরের কর্মীরা গিয়ে খতিয়ে দেখে আসে বিষয়টি। ক্ষতিপূরণের দিকটি খতিয়ে দেখা হবে।”