Written By মনা বীরবংশী
বিশ্বভারতীতে র্যাগিংয়ের অভিযোগ। আর তে নিয়েই উত্তাল হল বিশ্বভারতী ক্যাম্পাস। সংবাদ শিরোনামে আবারো উঠে এল রবিঠাকুরের স্বপ্নের প্রতিষ্ঠান বিশ্বভারতী। স্থানীয় সূত্রে খবর, বিশ্বভারতী পাঠভবনে র্যাগিংয়ের ঘটনা ঘটেছে। অভিযুক্ত পাঠভবনের দশম শ্রেণীর ৬জন ছাত্রকে সাসপেন্ড করল পাঠভবন কর্তৃপক্ষ। বিশ্বভারতী পাঠভবনে পাঠরত ষষ্ঠ শ্রেণীর এক ছাত্রকে রাগিং এর অভিযোগ উঠেছে দশম শ্রেণীর ছাত্রদের বিরুদ্ধে। অভিযোগ ষষ্ঠ শ্রেণীর ছাত্রকে বস্তা বন্দি অবস্থায়, বেধড়ক মারধর করে দশম শ্রেণীর ছাত্ররা। ওই ছাত্র জানিয়েছে তাঁর ওপর অকথ্য শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হয়েছে। যদিও এই ঘটনায় এখনও মুখ খোলেননি না বিশ্বভারতী কর্তৃপক্ষ।
লাইভ কলকাতা টিভি দেখতে এখানে CLICK করুন
28th July, 2019 02:04 pm