Written By কলকাতা টিভি ওয়েব ডেস্ক
পাঁচ মাস পর আবার সেই পুরানো বিরাট কোহলিকে দেখা গেল। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় একদিনের ম্যাচে কেরিয়ারের ৪২ তম সেঞ্চুরিটি হাঁকিয়ে তিনবার পিঠ ঠুকে আবার চিনিয়ে দিলেন তাঁর জাত। আর সিরিজের দ্বিতীয় একদিনের ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ৫৯ রানে বিধ্বস্ত করল ভারত।
পাশাপাশি এদিন বিশ্ব রেকর্ডও গড়লেন বিরাট কোহলি। একদিনের ক্রিকেটে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সব থেকে বেশি রানের রেকর্ড গড়লেন বিরাট কোহলি। এর আগে এই রেকর্ডের মালিক ছিলেন পাকিস্তানের জাভেদ মিয়াঁদাদ। ক্যারিবিয়ানদের বিরুদ্ধে ৬৪ টি ইনিংসে ১৯৩০ রানের রেকর্ড ছিল মিয়াঁদাদের। বিরাট মাত্র ৩৪টি ইনিংসে মিয়াঁদাদকে টপকে গেলেন। আর একদিনের ক্রিকেটে সৌরভ গঙ্গোপাধ্যায়ের রানসংখ্যাকেও টপকে গেলেন তিনি। ৩০০টি একদিনের ম্যাচে সৌরভের রানসংখ্যা ১১,৩৬৩। বিরাট মাত্র ২২৯তম ইনিংসেই সৌরভকে পেছনে ফেললেন। এদিন টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটে ২৭৯ রান করে ভারত। ১২০ রানের এক অনবদ্য ইনিংস খেলেন বিরাট। এছাড়া শ্রেয়স আইয়ার(৭১) রান করেছেন। জবাবে ক্রিস গেইলরা ব্যাট করতে নামলে বৃষ্টি শুরু হয়। বৃষ্টির জন্য কিছুক্ষণ খেলা বন্ধ থাকার জন্য ওভার সংখ্যা কমানো হয়। ডার্কওয়াথ লুইস নিয়ম অনুযায়ী ওয়েস্ট ইন্ডিজের টার্গেট গিয়ে দাঁড়ায় ৪৬ ওভারে ২৭০। কিন্তু ভুবনেশ্বর কুমারের আগুনে বোলিংয়ের সামনে ৪২ ওভারে ২১০ রানেই অল আউট হয়ে যায় ক্যারিবিয়ানরা। ওয়েস্ট ইন্ডিজের হয়ে সর্বোচ্চ রান করেন ইভান লুইস(৬৫)। ভারতের হয়ে ভুবনেশ্বর কুমার চারটি উইকেট নিয়েছেন। এছাড়া মহম্মদ শামি এবং কুলদীপ যাদব দুটি করে উইকেট নিয়েছেন।
ছবি সৌজন্যে- ট্যুইটার
লাইভ কলকাতা টিভি দেখতে এখানে CLICK করুন
11th August, 2019 08:33 pm