Written By কলকাতা টিভি ওয়েব ডেস্ক
File Pic
বুধবার ১৪ আগষ্ট চাঁদের কক্ষপথে প্রবেশ করতে চলেছে চন্দ্রযান -২বলে জানালেন ইসরোর চেয়াম্যান ড.কে শিভান। তিনি বলেন, চাঁদের কক্ষপথে পৌঁছনোর জন্য ‘ট্রান্স-লুনার বার্ন’ শুরু করবে চন্দ্রযান-২। এর ফলে ২০ আগস্ট চন্দ্রযান-২ পৌঁছে যাবে চাঁদের কক্ষপথে।
সোমবার আহমেদাবাদে ডঃ বিক্রম সারাভাইয়ের জন্মশতবার্ষিকী অনুষ্ঠানে যোগ দিয়ে ইসরোর চেয়ারম্যান আরও বলেন, ’২২ জুলাই চন্দ্রযান-২ চাঁদের উদ্দেশ্যে রওনা দেওয়ার পর থেকে এ পর্যন্ত্য মোট ৫ বার কক্ষপথের পরিধি বাড়িয়েছে চন্দ্রযান-২। যা এখন পৃথিবীকে কেন্দ্র করে প্রদক্ষিণ করছে। পূর্ব-নির্ধারিত সূচি অনুযায়ী, ১৪ অগস্ট থেকে চাঁদের কক্ষপথের দিকে এগোতে শুরু করবে চন্দ্রযান-২। ১৪ অগস্ট দুপুর সাড়ে ৩টে নাগাদ ‘ট্রান্স-লুনার’ প্রক্রিয়া শুরু করবে চন্দ্রযান-২। এর ফলে তা পৃথিবীর কক্ষপথ ছেড়ে চাঁদকে প্রদক্ষিণ করার কক্ষপথে পৌঁছে যাবে। চাঁদকে প্রদক্ষিণ করার কক্ষপথে পৌঁছতে প্রায় ৬ দিন সময় নেবে চন্দ্রযান-২।’
ড. শিভান জানান, চাঁদের কক্ষপথে পৌঁছনোর পর নির্দিষ্ট সময় অন্তর ফের চালু হবে চন্দ্রযান-২-এর ইঞ্জিন। তারপর মোট ৫টি লুনার বার্নের মাধ্যমে চাঁদের কাছাকাছি পৌঁছে যাবে চন্দ্রযান-২। ২০ অগস্ট চাঁদের কক্ষপথে প্রবেশের পর প্রথম লুনার বার্নে ১২০ কিলোমিটার অনুসূর ও ১৮,০০০ কিলোমিটার অপসূর কক্ষেপথে তাকে স্থাপন করা হবে। এর পর আরও চারটি লুনার বার্নের পর চন্দ্রপৃষ্ঠ থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরত্বে স্থাপন করা হবে অরবিটারকে। এর পরেই চন্দ্রযান-২-এর অরবিটার থেকে বেড়িয়ে এসে ল্যান্ডার বিক্রম ৩০কিমি X ১০০কিমি কক্ষপথে চাঁদকে প্রদক্ষিণ করার পাশাপাশি চাঁদের দক্ষিণ মেরুতে বিশেষ যন্ত্র ব্যবহার করে, সফট ল্যান্ডিংয়ের উপযুক্ত স্থান খুঁজবে বিক্রম। সব কিছু ঠিক থাকলে ৭ সেপ্টেম্বর রাত ২টো ৫৮ মিনিট নাগাদ চাঁদের মাটিতে নামবে বিক্রম। মাটিতে নামার পর পারিপার্শ্বিক চাঁদের প্রাকৃতিক পরিস্থিতি বিবেচনা করে বিক্রমের ভেতর থেকে বেরিয়ে আসবে রোভার প্রজ্ঞান।