Written By কলকাতা টিভি ওয়েব ডেস্ক
Pic Courtesy By ISRO
৩০ দিন মহাকাশে নির্দিষ্ট লক্ষ্যে পাড়ি দেওয়ার পর সফলভাবে চাঁদের কক্ষপথে পৌঁছে গেছে চন্দ্রযান -২। যা ছিল এই অভিযানের সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ। ইসরোর তরফে জানানো হয়েছে প্রত্যাশার চেয়ে বেশী গতিবেগ হলে চন্দ্রযান-২ মহাশূন্যে হারিয়ে যেত। আবার কম গতিবেগ হলে চাঁদের কক্ষপথে আছড়ে পড়ত চন্দ্রযান-২। ইসরোর ওয়েবসাইটে বলা হয়েছে, ‘চাঁদের মাটিতে পৌঁছানোর আগে চন্দ্রযান-২কে কতগুলি ধারাবাহিক কক্ষপথ পেরিয়ে সবশেষে চন্দ্রপৃষ্ঠ থেকে ১০০ কিলোমিটার দূরের শেষ কক্ষপথে পৌঁছতে হবে। যা সে এরই মধ্যে সফল হয়েছে। সেখানে অবতরণকারী অংশটি কক্ষপথ থেকে আলাদা হয়ে চাঁদের চারপাশে ১০০ x ৩০ কিলোমিটার কক্ষপথে প্রবেশ করবে। সব কিছু ঠিক মতো চললে ৭ সেপ্টেম্বর চাঁদের দক্ষিণ মেরুতে পৌঁছাবে যানটি। ইসরোর উপগ্রহ সেন্টারের প্রাক্তন ডিরেক্টর ডঃ আন্নাদুরাই চমৎকার একটি উপমার সাহায্যে এই পর্যায়টির ব্যাখ্যা করেছেন। তিনি বলেন, ‘একজন ব্যক্তি হাতে গোলাপ ফুল নিয়ে একজন নৃত্যরতা নারীকে প্রেম নিবেদন করতে যাচ্ছেন, যেখানে সেই নারী ঘন্টায় প্রায় ৩,৬০০ কিলোমিটার বেগে নাচছেন। (এই গতিবেগ বিমানের গতির প্রায় ৫গুণ)। আর এই ঘটনাটা ঘটতে চলেছে পৃথিবী থেকে ৩.৮৪ লক্ষ কিলোমিটার দূরে। এখন এই দুই জুটির মিলন তখনই সম্ভব হবে যখন কাজটি অত্যন্ত নিষ্ঠা এবং নির্ভুল ভাবে করা সম্ভব হবে।’ সব কিছু ঠিক থাকলে চন্দ্রযান ২ চাঁদের মাটি স্পর্শ করবে ৭ সেপ্টেম্বর। আর তখন হবে পরবর্তী পরীক্ষা। ইসরোর প্রধান ড. সিভান জানিয়েছেন, ‘চাঁদের মাটিতে যখন অবতরণের প্রক্রিয়া শুরু হবে, তখন প্রথম ১৫ মিনিট আমাদের জন্য আতঙ্কের হয়ে উঠবে, কেননা গণনা হতে হবে নিখুঁত। অবতরণ আতঙ্কের মুহূর্ত হয়ে রয়েছে কেননা এখনও পর্যন্ত অবতরণের ব্যবস্থা প্রয়োগ করা হয়নি।’ এর আগে ইসরোর তরফে করা একটি ট্যুইটে জানানো হয়েছিল, ‘ল্যান্ডার বিক্রম ৭ সেপ্টেম্বর চাঁদের মাটিতে নামবে।’
উল্লেখ্য, ২২ জুলাই অন্ধ্রপ্রদেশে শ্রীহরিকোটা থেকে উৎক্ষেপণ করা হয় চন্দ্রযান ২ কে। এই মিশনে খরচ হয়েছে ১,০০০ কোটি টাকা। যা অন্যান্য দেশের খরচের তুলনায় অনেকটাই কম। যদি এই মিশন সফল হয়, তাহলে রাশিয়া, আমেরিকা, এবং চিনের পর চাঁদে পৌঁছানোর ক্ষেত্রে ৪র্থ দেশ হবে ভারত।
6th March, 2021 11:13 pm
6th March, 2021 10:38 pm
6th March, 2021 07:54 pm
6th March, 2021 07:25 pm