Written By অনিরুদ্ধ সরকার
২০১৮ সালের মূর্তির শ্বাশত রূপ
আদি বালিগঞ্জ সার্বজনীন দুর্গোৎসব সমিতি
এবার তাঁদের পুজো পড়ল ৭০ তম বর্ষে।পুজোর যুগ্ম সম্পাদকের দায়িত্বে রয়েছেন মহেশ ভট্টাচার্য ও দীপঙ্কর মুখোপাধ্যায়।আদি বালিগঞ্জ সার্বজনীনের এবারের থিম ‘ভক্তিই শক্তি’।বাস্তব আর কল্পনার মেলবন্ধনে গড়ে উঠতে চলেছে একটি সুন্দর মন্দির।সমগ্র পরিকল্পনা ও রূপায়নে রয়েছেন রণধীর ধর।মৃন্ময়ী মাতৃমুর্তির রূপকার কৃষ্ণনগরের শিল্পী রাজীব পাল। পূজা মণ্ডপের পাশাপাশি থাকছে অভিনব মানানসই আলো।