Written By রাহুল মজুমদার
২০১৮ সালের পুজো
ভবানীপুর সার্বজনীন দুর্গোৎসব
ভবানীপুরের হরিশ মুখার্জী রোডের ঠিক পাশেই ভবানীপুর সার্বজনীন। এবারে ৮৯ বছরে পা দিল এই ক্লাব। পুজো কমিটির প্রেসিডেন্ট শেখর সেনগুপ্তের পরিচালনায় এবারের ভবানীপুর সার্বজনীন দুর্গোৎসবের তোড়জোড় শুরু হয়ে গেছে জোরকদমে। ক্লাবের এ বছরের পুজোর থিম ' শতদলে কমলিনী ' . 'পদ্মের ভিতরে মায়ের অধিষ্ঠান '- এই ভাবনাকে কেন্দ্র করেই তৈরি হচ্ছে মন্ডপ। মন্ডপসজ্জার দায়িত্বে রয়েছেন শিল্পী পৌলোমী গুহ। ক্লাবের অন্যতম কর্মকর্তা উৎসব কুন্ডু জানিয়েছেন, এবারে তাঁদের পুজোয় মায়ের মূর্তি হবে এক্কেবারে সাবেকি ঘরানার। মূর্তির দায়িত্বে রয়েছেন বিখ্যাত মৃৎশিল্পী সনাতন রুদ্র পাল। তৃতীয়া কিংবা চতুর্থীতে পুজোর উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়।