Written By মনা বীরবংশী
বোলপুর থানা থেকে ঢিল ছোঁড়া দূরত্বে প্রকাশ্যে মায়ের সামনে ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগ উঠল। অভিযোগ রাত ৯ টায় বিশ্বভারতী ফাস্ট প্যাসেঞ্জার ট্রেনে করে কলকাতা থেকে ফিরে বোলপুর স্টেশনে মায়ের সঙ্গে নামেন এক ছাত্রী৷ হেঁটে বাড়ি ফেরার পথে মায়ের সামনে ওই ছাত্রীকে শ্লীলতাহানি করে এক ব্যক্তি। সে ওই ছাত্রীর ওপর ঝাঁপিয়ে পড়ে। ঘটনাটি দেখতে পেয়ে স্থানীয় বাসিন্দারা এসে ঘটনাস্থল থেকে অভিযুক্ত ব্যক্তিকে সরিয়ে নিয়ে যায়। প্রতিবাদ করায় ওই ছাত্রী ও তাঁর মাকে হেনস্থা করা হয়। সূত্রের খবর, অভিযুক্ত ব্যক্তির নাম শ্যমল রায় (৫০)। এই বিষয়ে বোলপুর থানায় অভিযোগ দায়ের করতে গেলে পুলিশ বিভিন্ন জটিলতা দেখিয়ে অভিযোগ নেয়নি বলে অভিযোগ। পরে পুরো ঘটনা ফেসবুকে পোস্ট করেন ওই ছাত্রী। তখন বিষয়টি জানাজানি হতেই নড়েচড়ে বসে বোলপুর থানার পুলিশ, অভিযোগ নেওয়া হয় তার পরে।
24th August, 2019 11:32 am