Written By অনিরুদ্ধ সরকার
অশ্বিনী নগর বন্ধুমহল ক্লাব
অশ্বিনী নগর বন্ধুমহল ক্লাবের পুজো এবছরে পড়ল ৩৯ তম বর্ষে।এবার পুজোর থিম, ‘তারের বাঁধনে ঐক্য সাধনে’। আয়রন এবং তারের কাজের মধ্য দিয়ে তাঁরা তাঁদের অভিনব বিষয়কে ফুটিয়ে তুলবেন।অশ্বিনী নগর বন্ধুমহল ক্লাব এই অভিনব ভাবনার মধ্য দিয়ে একদিকে যেমন দেখাতে চাইছেন তারের নানান শিল্পকর্ম তেমনি ‘তারকাঁটা’ দুই দেশকে আলাদা করারও একটি মাধ্যম।সেকারণে শিল্পীরা দেশভাগকেও দেখাতে চাইছেন তারের মধ্য দিয়ে।তারকাঁটা মানে দুই দেশ বিভাগের যন্ত্রণা। অশ্বিনী নগর বন্ধুমহল ক্লাব তাঁদের থিমে দেশভাগকেও তুলে ধরতে চলেছেন।পুজো উদ্যোক্তারা জানিয়েছেন বাংলাদেশের হাই কমিশনারের পুজোর উদ্বোধন করার সম্ভাবনা রয়েছে।