Written By অনিরুদ্ধ সরকার
এবার তাঁদের পুজো পড়ল ৫৪ তম বর্ষে। তাঁদের থিম ‘নবান্ন উৎসব’।এবার পাতিপুকুর সরকারি আবাস শারদ উৎসব পুজো কমিটি আয়োজন করেছে ‘বারো মাসের তেরো পার্বণ’ এর বৈচিত্র।আর বারো মাসের তেরো পার্বণের মধ্যে নবান্ন অন্যতম।‘ধান’ তোলাকে কেন্দ্র করে যে নবান্ন উৎসব তাকেই এবার থিম করতে চলেছেন ক্লাব কর্তারা।ক্লাব সম্পাদক রাজা সরকার জানিয়েছেন, “আমাদের এবারের পুজোয় আমরা চায় গ্রাম ও গ্রামের রেওয়াজকে তুলে ধরতে। গ্রামের একটুকরো চালচিত্রের ছবি দেখা মিলবে এবং দেখা মিলবে গ্রামের রেওয়াজের।” সভাপতি মনোজ বোস জানিয়েছেন, “পুজোর সময় জমে ওঠে বৈঠকী আড্ডা।সাধারণ মানুষ তাতে অংশগ্রহণ করে।পাড়া মজলিসে মেতে ওঠেন স্থানীয়রা।এই ক্লাবের কর্মকর্তারা যেমন মণ্ডপ বানাতে নিজেরা হাত লাগান তেমনি ক্লাবের সদস্যরাও মণ্ডপ বানাতে হাত লাগান। সবার মেলবন্ধনে এই পুজো তাঁদের দীর্ঘযাত্রা পার করেছে।”