Written By কলকাতা টিভি ওয়েব ডেস্ক
Pic Courtesy by NDTV
চন্দ্রযান-২ এর থেকে তোলা বেশ কিছু চাঁদের ছবি প্রকাশ করল ভারতীয় মহাকাশ সংস্থা ইসরো। এই ছবিগুলোতে চাঁদের মাটিতে বেশ কিছু ক্রেটার বা গহ্বর দেখা যাচ্ছে। ট্যুইটারে ছবিগুলি শেয়ার করার সঙ্গে সঙ্গে ইসরো জানিয়েছে, যে সব ক্রেটারের ছবি পাঠিয়েছে চন্দ্রযান-২ সেগুলি বিভিন্ন বিখ্যাত বিজ্ঞানী, মহাকাশচারী ও পদার্থবিদদের নাম অনুযায়ী নামকরণ করা হয়েছে। তা হল, কির্কউড, সামারফোল্ড, জ্যাকসন, মাচ, কোরোলেভ, মিত্র, প্ল্যাসকেট, রোজদেস্তভেনস্কি এবং হারমাইট। মিত্র নামের ক্রেটারটির নামকরণ করা হয়েছে প্রফেসর শিশিরকুমার মিত্রর নামে। পদ্মভূষণ বিজয়ী এই ভারতীয় পদার্থবিদ স্মরণীয় হয়ে আছেন আয়নোস্ফিয়ার এবং রেডিওফিজিক্সের গবেষণার জন্য।
ইসরো জানিয়েছে, এই ছবিগুলি তোলা হয়েছে ২৩ আগস্ট। চন্দ্রযান-২ তার টেরাইন ম্যাপিং ক্যামেরা-২ এর সাহায্যে ৪,৩৭৫ কিলোমিটার দূরত্ব থেকে এই ছবিগুলো তুলেছে।
6th March, 2021 11:13 pm
6th March, 2021 10:38 pm
6th March, 2021 07:54 pm
6th March, 2021 07:25 pm