Written By রাহুল মজুমদার
২০১৮ সালের মন্ডপ
হরিদেবপুর আদর্শ সমিতি
এবারে ৫১ বছরে পা রাখল এই ক্লাবের পুজো। এ বছরে তাদের পুজোর থিম ' নস্ট্যালজিয়া ' .আগে মা ধরা দিতেন একচালার কাঠামোয়। সময় পরিবর্তনের সঙ্গে ধীরে ধীরে পাল্টেছে মানুষের কল্পনা ও শৈল্পিক দৃষ্টিভঙ্গি। বর্তমানে মৃন্ময়ীর বিভিন্ন রূপের কাঠামো শোভা পায় প্যান্ডেলের অন্দরে। একচালা,সাবেকি রূপ তো আছেই। এছাড়াও রয়েছে আধুনিক সময়ের সঙ্গে তাল মিলিয়ে দেবীর ' থিম ' সাযুজ্য রূপ। তা কেমন হবে সেই মণ্ডপ ? ক্লাব সেক্রেটারি উজ্জ্বল চক্রবর্তী জানালেন, ' মণ্ডপে মায়ের মূর্তি থাকবে একটিই। কিন্তু পুরো মণ্ডপ জুড়ে থাকবে সেই আমল থেকে এই আমলের বিভিন্ন কাঠোমোর দুর্গার মূর্তি। কিভাবে সময়ের সঙ্গে সঙ্গে পাল্টেছে মূর্তি তৈরির কায়দা থেকে ডিজাইন তা ধরা পড়বে দর্শকদের চোখে। এককথায় স্মৃতিমেদুরতায় কয়েক লহমার জন্য ডুবে যাবেন দর্শকের দল। একই মত ক্লাব প্রেসিডেন্ট তারক বন্দোপাধ্যায়েরও।
হরিদেবপুর আদর্শ সমিতির পুজোর মণ্ডপসজ্জার দায়িত্বে রয়েছেন অয়ন সাহা ও মোহন মন্ডল। ক্লাবের পুজোর উদ্বোধন হবে ১লা অক্টোবর। উদ্বোধনে উপস্থিত থাকতে পারেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম।