Written By অনিরুদ্ধ সরকার
২০১৮ সালের পুজো
এ জে ব্লক পুজো কমিটি
এবার তাঁদের পুজো পড়ল ৩৫তম বর্ষে। তাঁদের থিম ‘পরিবেশ বাঁচান, নিজেরাও বাঁচুন’।পরিবেশ আমাদের নানাভাবে উপকার করে থাকে কিন্তু দিনের পর দিন নানানভাবে আমরা পরিবেশকে ধ্বংস করেই চলেছি। এই পুজো কমিটির সম্পাদক রাজোত্তম দাশগুপ্ত জানিয়েছেন, “আমরা এবারের পুজোর থিমে দেখাতে চাইছি পরিবেশকে কীভাবে রক্ষা করা যায়। নানাবিধ সমস্যা থেকে পরিবেশকে বাঁচানো খুব প্রয়োজন। কারণ পরিবেশ বাঁচলে আমরাও বাঁচব।” সভাপতি প্রবাল চৌধুরীর কথায়, “আমাদের দায়িত্ব পরিবেশকে রক্ষা করা কারণ পরিবেশকে যদি আমরা না বাঁচাতে পারি তাহলে আগামী দিনে আমাদের জন্য যে যে সমস্যা আসতে চলেছে তা ভয়াবহ। পরবর্তী প্রজন্মের কথা ভেবেই আমরা চাই পরিবেশ সুন্দর হয়ে উঠুক, মানুষ সুন্দরভাবে বাঁচুক।” মণ্ডপ শিল্পী অমিত রায় এবং অরিন্দম রায়ের কথায়, “পরিবেশকে রক্ষা করতে আমরা শপথ নিয়েছি আমাদের সবাইকে সচেতন হতে হবে এবিষয়ে আমরা একটি বার্তা দিতেই এই উদ্যোগ নিয়েছি। মণ্ডপে আমরা সাধারণ জিনিসের পাশাপাশি বিষয়টিকে ফুটিয়ে তুলতে আরও বিভিন্ন উপাদানের ব্যবহার করছি।”