Written By অনিরুদ্ধ সরকার
২০১৮ সালের প্রতিমা
বাগমারী নবারুণ সংঘ
এবার তাঁদের পুজো পড়ল ৭৫তম বর্ষে। তাঁদের থিম ‘প্রত্যার্পণে ফেরা’। এবছর বাগমারী নবারূণ সংঘ তাঁদের থিম বৈচিত্রে আনতে চলেছে ‘নীলকণ্ঠ পাখি’কে। যে ‘নীলকণ্ঠ পাখি’ একসময় দুর্গোপুজোর এক উপাদান হিসেবে বিবেচ্য ছিল। দিন বদলেছে বদলেছে পুজোর ধরণ। তাই সেই হারিয়ে যাওয়া সাবেকিয়ানাকে তুলে ধরতেই এই প্রয়াস। ক্লাবের যুগ্ম সম্পাদক সজল দে এবং কানাই ঘোষ জানিয়েছেন, “আমাদের পুজো সাবেকি হলেও থাকে থিমের বৈচিত্র্য।” ক্লাবের সভাপতি দিনেশ জৈন এবং দীপক ইয়াদুকা জানিয়েছেন, থিম বৈচিত্র ফুটিয়ে তুলতে আমরা বরাবর নানান জেলার শিল্পীদের সাহায্য নিয়ে থাকি। এবার নীলকণ্ঠ পাখি গুলি তৈরি করছেন কৃষ্ণনগরের শিল্পীরা। এই পুজোর চেয়ারম্যান সাধন পাণ্ডে। পুজো উদ্বোধনে থাকবেন ক্রিকেটার সৌরভ গঙ্গোপাধ্যায় এবং কলকাতার মেয়র ফিরহাদ হাকিম।