Written By রাহুল মজুমদার
২০১৮ সালের প্রতিমা
চণ্ডীতলা ৯৭ পল্লী সার্বজনীন দুর্গোৎসব
চণ্ডীতলার ৯৭ পল্লী সার্বজনীন দুর্গোৎসব কমিটির পুজোয় দেবী দুর্গা এবারে আসছেন আসনে চেপে। ৭৪ বছরে পা দিল এবছর এই ক্লাবের পুজো। চণ্ডীতলা অঞ্চলের ভরাট মাঠেই প্রতিবারের মত এবারও তৈরি হবে এই ক্লাবের পুজোর মন্ডপ। চলতি বছরের এনাদের পুজোর থিম ' আসনে আসীন ' .গ্রাম বাংলার আসন শিল্পই ধরা দেবে এই মণ্ডপে। ক্লাবের কোষাধক্ষ্য জানালেন, গ্রাম বাংলার এই আসন শিল্প এখন বিলুপ্তপ্রায়। তাই এই শিল্পকে পুনরুজ্জীবিত করার একটি প্রয়াস তাঁরা করতে চলেছেন তাঁদের এই পুজোর মাধ্যমে। তাই এই উদ্যোগ। একই সুর শোনা গেল ক্লাবের পুজো প্রেসিডেন্ট আশীষ মিত্রের কথাতে। আসন তৈরি হয়ে আসছে বোলপুরের একটি গ্রাম থেকে। মণ্ডপসজ্জার দায়িত্বে রয়েছেন তাপসী দাস চক্রবর্তী ও সন্দীপ দাস।
চণ্ডীতলার ৯৭ পল্লী সার্বজনীন দুর্গোৎসব কমিটির পুজোর উদ্বোধন হতে চলেছে পঞ্চমীর তিথিতে অর্থাৎ ৩ অক্টোবর। উদ্বোধনে উপস্থিত থাকার আশ্বাস দিয়েছেন বাংলার মন্ত্রী অরূপ বিশ্বাস।