Written By ঋতিকা দাস
২০১৮ সালের মূর্তি
শ্যামপুকুর আদি সার্বজনীন দুর্গোৎসব
শ্যামপুকুর আদি সার্বজনীন দুর্গোৎসব কমিটির এবার ১০৯ বছর পূর্তি হতে চলেছে। এবার তাঁদের থিম হিসাবে থাকছে সবুজ বিপ্লব। এই পুজো কমিটির সেক্রেটারি শুভময় মল্লিক বিস্তারিত জানালেন এই পুজোর ব্যাপারে। মণ্ডপ সজ্জাতে থাকবে সবুজের পরিপূর্ণ ছোঁয়া। মণ্ডপ সাজানো হবে বিভিন্ন গাছ পালা দিয়ে। বিভিন্ন রকমারি মাটির টব এবং পুরোনো ডিজাইনের টবেও বসানো হবে গাছ, যা শোভা পাবে মন্দিরের অন্দরে এবং বহির্ভাগে। সবুজ বাঁচানো এবং আরও বেশি করে গাছ লাগানোকে লক্ষ্য করেই নিজেদের থিমের মাধ্যমে মানুষকে সচেতন করতে চান কমিটির সদস্যবৃন্দ। তাঁদের এই অভিনব ভাবনাকে বাস্তব রূপ দিয়েছেন সরসী দাস রায়। সাবেকি ঘরানায় প্রতিমা তৈরি করছেন শ্রী শৈলেন পাল। পুজো কমিটির তরফে জানানো হয়েছে, তৃতীয়ার দিন উদ্বোধন হবে এই পুজো।
Hii
Hii
Hii
Hii