Written By অনিরুদ্ধ সরকার
২০১৮ সালের প্রতিমা
বেলগাছিয়া সাধারণ দুর্গোৎসব কমিটি
এবার তাঁদের থিম, ‘বুনন গাথা’।পুজোউদ্যোক্তা সৌমেন পাল, দীপঙ্কর দে, আশু চক্রবর্তী, দেবজ্যোতি জানাদের কথায়, “ভেঙ্গে যেতে যেতে টুকরো হতে হতে আমরা নিজেরাই কখন নিজের থেকে হয়ে গেছি আলাদা। সম্পর্কের বাঁধনে পড়েছে টান... আদর্শের বন্ধনে লেগেছে ঘুন। তখনই সময়ের চালচিত্রে বুননের গল্প লেখার দিন। দেবী স্বয়ং লিখে চলেছেন বুনন গাথা।” এই ভাবনাকে সামনে রেখেই বেলগাছিয়া সাধারণ দুর্গোৎসব কমিটি এবার আয়োজন করেছে পুজোর।তাদের মিলিত শ্লোগান-
“ ভালো থাকার আসন যখন মাটির ওপর পাতা।
হৃদয় তখন ন রম আলয় শনায় বুনন গাথা।।”