Written By স্বরূপ গঙ্গোপাধ্যায়
বেশ কয়েকদিন ধরে একটি হনুমান দাপিয়ে বেড়াচ্ছিল বাঁকুড়ার বেলিয়াতোড় রেঞ্জের ছান্দার এলাকায়। হনুমানের তাণ্ডবে অতিষ্ঠ হয়ে এলাকার মানুষ। বেশ কয়েকজন হনুমানের কামড়ে জখমও হয়েছেন। দিনের পর দিন তাণ্ডব চালাচ্ছিল ওই হনুমানটি। এরপরই খবর দেওয়া হয় বেলিয়াতোড় রেঞ্জ অফিসে বন দফতরের কর্মীরা হনুমানটিকে শনাক্ত করার এবং ধরার চেষ্টা করেন। বেশ কয়েকদিনের পর অবশেষে শুক্রবার গভীর রাতে বনদফতরের প্রচেষ্টায় ধরা পড়ে হনুমানটি। ঘুমপাড়ানি গুলি করে তাকে খাঁচায় বন্দি করা হয়। বেলিয়াতোড় ফরেস্ট রেঞ্জ অফিসে খাঁচা বন্দি অবস্থায় রাখা হয়েছে হনুমানটিকে। আপাতত সে বনদফতরের পর্যবেক্ষণে রয়েছে। চিকিৎসার পর সেটিকে জঙ্গলে ছেড়ে দেওয়ার চিন্তাভাবনা করবেন বনদফতরের কর্মীরা।