Written By অনিরুদ্ধ সরকার
২০১৮ সালের প্রতিমা
বেলগাছিয়া যুব সম্মিলনী
এবার তাঁদের পুজো পড়ল ৭৫তম বর্ষে। তাঁদের থিম ‘হারিয়ে যাওয়া দুর্গোৎসব’।যেখানে ধরা পড়বে পুরনো কলকাতার একের পর এক খণ্ডচিত্র। হারিয়ে যাওয়া নানান উপাদানের পাশাপাশি থাকছে বিবিধ পুরাতন সাবেকি বৈচিত্রের ভাণ্ডার।সম্পাদক সমীন্দ্রকৃষ্ণ দেবের কথায়, সাবেকি ঐতিহ্যে আমাদের পুজো বরবরই উত্তর কলকাতার আকর্ষণের কেন্দ্রবিন্দু। বেলগাছিয়া যুব সম্মিলনী পুজো কমিটির মণ্ডপসজ্জায় থাকছে একাধিক সাবেকি উপাদান। সাধারণ কাঠামোয় থাকছে পুরানো বিভিন্ন সামগ্রী। ক্লাব সূত্রে জানা গেছে এই পুজোর উদ্বোধন করবেন রাজ্যপাল।
6th March, 2021 11:13 pm
6th March, 2021 10:38 pm
6th March, 2021 07:54 pm
6th March, 2021 07:25 pm