Written By শৌভিক পাণ্ডা
২০১৮ সালের প্রতিমা
কেন্দুয়া শান্তি সংঘ
একটি মানুষের জীবনে শৈশব বারে বারে তাঁকে হাতছানি দিয়ে ডাকে। জীবনসায়াহ্নে উপস্থিত প্রৌঢ়, তরুণ তরুণী বা মাঝবয়সী সকলের জীবনেই ফিরে ফিরে আসে তাঁর শৈশবের স্মৃতি। শৈশবের হারিয়ে যাওয়া দিনগুলির পিছুটান আমাদের হাতছানি দিয়ে ডাকে। ফেলে আসা সেই সব দিনের ঘটনাকেই এবার রূপ দিতে চলেছে কেন্দুয়া শান্তি সংঘ। পুজার তরফে সম্পাদক সুশীল সাঁপুই জানান, আমাদের ক্লাবের উদ্যোগে এবারের মাতৃ আরাধনার মূল ভাবনাই হল ‘স্মৃতিটুকু থাক’। বারোয়ারী দুর্গোপুজোর অঙ্গনে আমাদের ছোটবেলার স্মৃতি নিয়ে আমারা হাজির হয়েছি। আজকাল আধুনিক ডিজিটাল যুগে ছেলেমেয়েরা বন্দি উন্নত প্রযুক্তি ও টেকনোলজির জালে। তাদের জীবন থেকে হারিয়ে যাচ্ছে শৈশব। তাই শৈশবের স্মৃতিটুকু থাক নিয়েই বিভিন্ন উপকরণের মাধ্যমে এক অভিনব চিন্তার বহিঃপ্রকাশ ঘটাতে চলেছি আমাদের পুজো প্রাঙ্গনে।’ সমগ্র বিষয় ভাবনা ও রূপায়নে রণজিৎ বিশ্বাস। পুজো কমিটির চেয়াম্যান স্থানীয় ১০১ নং ওয়ার্ডের পৌরপিতা বাপ্পাদিত্য দাশগুপ্ত, সভাপতি দেবব্রত দে, যুগ্ম সম্পাদক সুশীল সাঁপুই ও মোহন হালদার।