Written By ঋতিকা দাস
২০১৮ সালের প্রতিমা
সুবোধ মল্লিক স্কোয়ার সার্বজনীন দুর্গোৎসব কমিটি
৪৮ বছর পূর্ণ হবে সুবোধ মল্লিক স্কোয়ার সার্বজনীন দুর্গোৎসব কমিটির। সেখানকার সেক্রেটারি সৌভিক পণ্ডিত জানালেন, এ বছর তাঁদের থিম "গ্রাম ও বাংলার চিরকালীন অস্তিত্ব"। তাঁদের ঠাকুর সাবেকি হলেও, এই থিমের মূল বিষয় বস্তু হবে গ্রাম বাংলা। তবে পুজো উদ্যোক্তারা এ থিমের বিষয়ে খুব বেশি খোলসা করতে রাজি হলেন না। কারণ তাঁরা চান দর্শকরা নিজেরা উপস্থিত থেকে এই থিমকে দেখুক। তাই আপাতত থিমের চমকটা ধরে রাখতে চাইছেন তাঁরা। পুজোর সময় এই ক্লাব থেকে আয়োজন করা হয় বিভিন্ন সাংস্ক্রতিক অনুষ্ঠান। যার মধ্যে থাকে ডান্ডিয়া নাচ, ধুনুচি নাচ, ফ্যাশন শো। এরপর দ্বাদশীর দিন ঠাকুর বিসর্জনের প্রাক্কালে সিঁদুর খেলা। গত বছর এই পুজোর উদ্বোধনে এসেছিলেন প্রাক্তন রাজ্যপাল কেশরী নাথ ত্রিপাঠি।