Written By অনিরুদ্ধ সরকার
২০১৮ সালের প্রতিমা
এ কে ব্লক অ্যাসোসিয়েশন
এবার তাঁদের পুজো পড়ল ৩২ তম বর্ষে।এবারের পুজোয় তাঁদের থিম ‘মোহ’। মানুষের মনের মধ্যে ষড়রিপুর অবস্থান রয়েছে আর তার থেকে মুক্তির উপায় দেখাতে চলেছেন এই পুজো কমিটি।সম্পাদক অমিয় রঞ্জন সেন জানিয়েছেন, “আমাদের এই অভিনব ভাবনায় ধরা পড়তে চলেছে দর্শনের এবং চিন্তনের বিভিন্ন প্রক্রিয়া। মানুষ বুঝলে আমাদের পরিশ্রম সার্থক।” পুজো কমিটির সভাপতি অরুণ কুমার বিশ্বাস জানিয়েছেন, “আমাদের পুজো দেখতে প্রচুর মানুষ আসেন নানা প্রান্ত থেকে, নিরাপত্তার পাশাপাশি একাধিক বিষয়ে নজর দেওয়া হয়। এবারেও তা হচ্ছে।” মণ্ডপ শিল্পী পূর্ণেন্দু দে জানিয়েছেন, ‘মোহ’ ভাবনাটিকে ফুটিয়ে তুলতে ব্যবহার হচ্ছে লোহা, বাঁশ এবং দড়ি।