Written By রাহুল মজুমদার
২০১৮ সালের প্রতিমা
সেলিমপুর পল্লী সারবজনীন দুর্গোৎসব
দুর্গাপুজোয় দক্ষিণ কলকাতার অন্যতম বিখ্যাত যে পুজো মণ্ডপ, সেই সেলিমপুর পল্লীর পুজো এবার পা রাখছে ৯২ তম বছরে। এবারে তাদের থিম, ' অন্তরত্ত ' . ক্লাবের পুজোর সামগ্রিক বিষয়টি যাঁদের নির্দেশে এবং সহযোগিতায় সুষ্ঠভাবে এগোচ্ছে সেই দুই জয়েন্ট সেক্রেটারির অন্যতম রাজা চক্রবর্তী জানালেন 'অন্তরত্ত ' এর সারমর্ম। অপর জয়েন্ট সেক্রেটারির পদে রয়েছেন সুমন ভট্টাচার্য।
রাজাবাবুর কথায়, মানুষের জীবন নানা সুখ দুঃখের মধ্যে দিয়ে এগিয়ে চলে' মৃত্যুর মধ্যে তার সমাপ্তি ঘটে। তবে বলা হয় আত্মা অবিনশ্বর। অর্থাৎ আত্মা আবার নতুন করে অন্য শরীরে প্রবেশ করে নতুন এক জীবনের হাত ধরে চলা শুরু করে। এই যে মানুষের জীবনের বিভিন্ন পর্যায় বা ' ট্রান্সফর্মেশন ' ব্যাপারটাকেই তুলে ধরা হয়েছে মণ্ডপ তৈরির ভাবনায়। এবারে সেলিপুরের মণ্ডপসজ্জার দায়িত্বে রয়েছেন শিল্পী প্রদীপ্ত কর্মকার। দেবী দুর্গার মূর্তি আসছে সুদূর বর্ধমানের শিল্পী সিদ্ধার্থ পালের কুমোরটুলি থেকে। রাজাবাবু আরও জানালেন এখনও পাকা কথা না দিলেও মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় আশ্বাস দিয়েছেন এবারের ক্লাবের পুজোর উদ্বোধন তিনিই করবেন।