Written By অনিরুদ্ধ সরকার
২০১৮ সালের দুর্গামূর্তি
সন্তোষপুর ত্রিকোন পার্ক সার্বজনীন
এবার তাঁদের পুজো পড়ল ৭০ তম বর্ষে। তাঁদের থিম ‘বিস্মৃতি’, তাঁদের পুজোমণ্ডপে গেলে মানুষ খুঁজে পাবেন তাঁদের ছোটবেলা।দেখা মিলবে রেডিও গ্রামাফোন থেকে নানান হারিয়ে যাওয়া একাধিক জিনিস। শুধু উপাদানই নয় থাকছে লোকসংস্কৃতির হাজারো উপাদান।এই পুজোর সম্পাদক দেবাশিস বন্দ্যোপাধ্যায়,প্রীতিরঞ্জন রায় এবং গৌতম ভট্টাচার্য। এই পুজোর সভাপতি পার্থ প্রতীম রায়, মণ্ডপ শিল্পী অসীম পাল জানিয়েছেন ভাবনায়, “জীবন সে তো পদ্ম পাতায় শিশির বিন্দু। গাছের পাতার ফাঁক দিয়ে একটু একটু করে আসা প্রখর হাওয়া, ভোরের প্রথম আলোকরশ্মি কিংবা বর্ষার রাতে টিনের চালের টুপ টুপ শব্দ, পাশের বাড়ির থেকে ভেসে আসা কোনো এক মেয়ের কন্ঠে রবীন্দ্রসঙ্গীত, দেওয়াল ঘড়ির ঢং ঢং শব্দ আর রেডিওর সেই আওয়াজ- এইত জীবন । স্বল্পায়তন কিন্তু বড্ড বেশী বৈচিত্র্যময়। জীবনকে সাজানোর জন্য আমাদের সকলের কত প্রয়াস কত ব্যস্ততা, ভুলে যাওয়াটা আমাদের অভ্যাসে গিয়ে দাড়িয়েছে, এর মাঝে ফেলে আসা মুহূর্তগুলোর জন্য একবার হলেও সকলে পিছনে ফিরে তাকাই আর অবাক হয়ে আবিষ্কার করি স্মৃতির অ্যালবাম, সাজিয়ে রাখা সকল অপেক্ষমান স্মৃতিগুলোকে। যা আমাদের মণ্ডপে ধরা থাকবে, ধরা থাকবে স্মৃতির সাথে সেই সময়, সেই স্থান যা ফেলে এসেছি সময়ের সাথে সাথে।”
6th March, 2021 11:13 pm
6th March, 2021 10:38 pm
6th March, 2021 07:54 pm
6th March, 2021 07:25 pm