Written By ঋতিকা দাস
৫০ বছর পূর্ণ হল খিদিরপুর নবরাগ পুজো কমিটির। এবছর তাঁদের থিম "ষোড়শ উপচারে মায়ের বন্দনা"। তবে মণ্ডপ সজ্জায় এবার থাকছে পদ্ম। পদ্মের মধ্যে দিয়ে নারী শক্তিকে তুলে ধরতে চেয়েছেন শিল্পী। পদ্ম যেমন পাকের মধ্যে ফোটে এবং সেখানেই সুন্দর ভাবে বিকশিত হতে পারে। ঠিক একই ভাবে একজন নারী বিভিন্ন প্রতিকূল পরিবেশের মধ্যে থেকেও কখনও পিছিয়ে না এসে লড়াই করে এগিয়ে যাওয়ার প্রবণতা, পদ্মের বৈশিষ্ট্যের প্রতিরূপ। মিঠুন দত্তের ভাবনায় তৈরি এই মণ্ডপের মধ্যে অধিষ্ঠিত হবেন শিল্পী কালাচাঁদ রুদ্রপালের হাতে গড়া সাবেকি ঘরানার প্রতিমা। পুজোকে ঘিরে উদ্দীপনা তো থেকেই। তার সঙ্গে পুজো উদ্যোক্তারা বিভিন্ন সামাজিক কাজ করে থাকেন। এ বছর তাঁদের পরিকল্পনায় আছে, থ্যালাসেমিয়া আক্রান্ত বাচ্চাদের চিকিৎসা করা এবং পাশাপাশি দুঃস্থ মানুষদের জামা কাপড় বিতরণ করা হবে।