Written By দেবাশিস সেনগুপ্ত
আয়ুষ অনুষ্ঠানে উপস্থিত রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য
সনাতন চিকিৎসা ব্যবস্থায় এক নতুন অধ্যায় যোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। এ বিষয়ে সম্প্রতি একগুচ্ছ উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।
তার মধ্যে রয়েছে, হাসপাতাল ও পাঠ্যসূচি। হাওড়া জেলার বেলুড়ে আনুমানিক ৬৭ কোটি টাকা ব্যয়ে ৬০টি আসন ও ১০০ শয্যা বিশিষ্ট একটি যোগ ও নেচারোপ্যাথি কলেজ ও হাসপাতাল তৈরি করা হবে। মেদিনীপুরে একটি ৫০ শয্যা বিশিষ্ট আয়ুষ হাসপাতাল তৈরি করা হচ্ছে। যা এই অর্থবর্ষের মধ্যেই চালু হয়ে যাবে বলে প্রসাশনিক সূত্রে খবর। নদিয়া জেলার কল্যাণী টিবি স্যানাটরিয়ামে রাজ্য সরকার ১০ একর জমি দিচ্ছে যেখানে সেন্ট্রাল রিসার্চ ইন্সটিটিউট অন যোগা অ্যান্ড নেচারোপ্যাথি তৈরি হবে বলে জানা গেছে। বেসরকারি গবেষণাগারের সঙ্গে একই সঙ্গে বিশ্বনাথ আয়ুর্বেদ মহাবিদ্যালয় ও হাসপাতালে বিনামূল্যে প্যাথোলজিকাল ও বায়োকেমিক্যাল পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। দুটি নতুন স্নাতকোত্তর কোর্সও শুরু করা হয়েছে। কলকাতা হোমিওপ্যাথিক মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ৬ আসন বিশিষ্ট প্র্যাক্টিস অফ মেডিসিন এবং মহেশ ভট্টাচার্য মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ৬ আসন বিশিষ্ট মেটেরিয়া মেডিকা। রাজ্য সরকার আয়ুষ চিকিৎসার পরিকাঠামোকে ঢেলে সাজানোর চেষ্টা করেছে। এই আয়ুষ চিকিৎসা সাধারনের জন্য সাশ্রয়ী বলেই এই উদ্যোগ নিয়েছে সরকার। রাজ্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরের অধীনে আয়ুষ বিভাগ খোলা হয়েছে। রাজ্যের বিভিন্ন জায়গায় আয়ুষ হাসপাতালও নির্মাণ করা হচ্ছে।
লাইভ কলকাতা টিভি দেখতে এখানে ক্লিক করুন
8th September, 2019 01:26 pm
9th December, 2019 09:28 pm
9th December, 2019 07:42 pm
9th December, 2019 06:52 pm
9th December, 2019 05:31 pm