Written By শৌভিক পাণ্ডা
ব্রহ্মপুর বোড়াল সর্বজনীন দুর্গোৎসব
সাবেকী ধাঁচের এই পুজো এই বছর ২৫ তম বর্ষে পদার্পণ করল। পুজো কমিটির তরফে সম্পাদক সোমনাথ পাশোয়ান বলেন, ‘আমাদের পুজোতে এবছরের মণ্ডপ তৈরি হচ্ছে সম্পূর্ণ মাদুর দিয়ে। মণ্ডপের সামনের উচ্চতা ৮০ ফুট, ভেতরের উচ্চতা ৬০ ফুট। এই বিশাল মণ্ডপের ভেতরে মাদুরের তৈরি বিভিন্ন মডেল দিয়ে রামায়ণ, হিতোপদেশের বিভিন্ন কাহিনীগুলো ফুটিয়ে তোলা হচ্ছে। মণ্ডপ শিল্পী বুদ্ধদেব বর। প্রতিমা শিল্পী শঙ্কর বায়েন। অজন্তা স্টাইলে তৈরি করা হচ্ছে দেবী মূর্তি । আলোক সজ্জায় চন্দন নগরের মালিক ইলেকট্রিক।’ প্রতি বছরের মতো এবছরেও দুঃস্থদের মধ্যে বস্ত্রবিতরণ করা হবে। এই পুজোর সভাপতি- দুলাল চক্রবর্তী। দর্শনার্থীদের এই পুজো দেখতে হলে মাস্টারদা সূর্য সেন মেট্রো স্টেশনে নেমে অটো করে বালক সংঘ মোড়ে আসতে হবে। বালক সংঘ ক্লাবের মাঠেই হচ্ছে এই পুজোর আয়োজন।