Written By রাহুল মজুমদার
২০১৮ সালের প্রতিমা
অভিযান গান্ধী কলোনী
এবারে ৫২ বছরে পা রাখছে দক্ষিণ কলকাতার ' অভিযান ' এর দুর্গাপুজো। 'অভিযান 'এর এই দুর্গাপুজো তাঁদের শৈল্পিক রুচি ছাড়াও দর্শকদের মন ভরায় আন্তরিকতায়। ক্লাব সদ্যসদের কথায়, ' পুজোর জন্য জায়গা সংকীর্ণ হতে পারে কিন্তু আন্তরিকতার জন্য তো কোনও জায়গার প্রয়োজন পড়ে না। ' এবারে এই ক্লাবের থিম 'নকশা '. চলতি বছরে ক্লাবের পুজো যাঁদের পরিচালনায় এগিয়ে চলেছে তাঁরা হলেন ' অভিযান ' এর জয়েন্ট সেক্রেটারি জয়ন্তবাবু ও সুপ্রিয় পাল। ' নকশা '-র ব্যাপারে বিশদে বলতে গিয়ে জয়ন্তবাবু জানালেন ' ' জীবন কখনো রঙিন,কখনো সাদা কালো,কখনো বা সমান্তরাল,কখনো ঢেউ, এই যে জীবনের পরতে পরতে নকশা আঁকা আছে তাই তো জীবন এতো বৈচিত্র্যময় !' জীবনের এই বৈচিত্র্যময়তাই নকশার মাধ্যমে ফুটে উঠবে গান্ধীকলোনী অভিযান ক্লাবের ৫২তম শারোদৎসবের পূজামন্ডপ।
মণ্ডপসজ্জার দায়িত্বে রয়েছেন শিল্পী ঔমিত্র দাস। জয়ন্তবাবু আরও জানালেন আর পাঁচটি ক্লাবের পুজোর মত তাঁরা পুজোর সন্ধ্যায় কোনও জলসা অনুষ্ঠানের আয়োজন করেননি। তবে যা করছেন তা হল মহালয়ার সিন্ প্রচুর দুঃস্থ,অনাথ শিশুদের তাঁরা ক্লাব প্রাঙ্গনেই পেটপুরে খাওয়াবেন ও তাদের মধ্যে বস্ত্র বিতরণ করবেন। এছাড়াও নেতাজী নগর থানার সঙ্গে তাঁরা কথাবার্তা বলেছেন যাতে পুজোর মধ্যে যেকোন একটা দিন থানার পুলিশ অফিসারদের সঙ্গে জোট বেঁধে রাস্তায় বাইক আরোহীদের বিনামূল্যে হেলমেট বিতরণ করতে পারে ' অভিযান ' .উদ্দেশ্য, বাইক আরোহীদের যতটুকু ' সুরক্ষা প্রদান ' করা যায় ' অভিযান ' এর তরফে।