Written By মৃণালকান্তি সরকার
ছবি প্রতীকী
গঙ্গার ওপর কর্পোরেট ইভেন্টের জন্য এবার মিলবে পর্যটন দফতরের নতুন বিলাসবহুল হাউসবোট। এই হাউসবোটে ৩০ জন বসতে পারবেন, সঙ্গে থাকছে কনফারেন্স হল এবং খাবার জায়গা। পর্যটন দফতর যারা এই পুরো বিষয়টির দেখাশোনার দায়িত্বে আছে, সেই দফতরের এক অধিকর্তা বলেন, ‘বাম আমলে নদীর ওপর পর্যটনের বিষয়টি সম্পূর্ণ উপেক্ষিত ছিল। এই সরকারের আমলে হাউসবোট পর্যটন এক উল্লেখযোগ্য পদক্ষেপ। ’ এই হাউসবোটের ভাড়া ঘন্টায় ৫ হাজার টাকা। কমপক্ষে ৩ ঘন্টার জন্য ভাড়া করতে হবে বোট। সপ্তাহান্তে এবং জাতীয় ছুটির দিন ছাড়া ভাড়ায় মিলবে ১৫ শতাংশ ছাড়। এই মুহূর্তে শুধুমাত্র কলকাতার ডালহাউসি থেকে বুকিং করা গেলেও কিছুদিনের মধ্যেই অনলাইনে বুকিং করার সুবিধা চালু করা হবে। কর্পোরেট ইভেন্ট ছাড়াও অল্প অতিথি সমাগম হবে এমন জন্মদিন পালন বা অন্যান্য অনুষ্ঠানেও ভাড়া পাওয়া যাবে এই হাউসবোট। পর্যটন দফতর শীঘ্রই এই হাউসবোট এবং তাদের অন্য একটি বিলাসবহুল ক্রুজ ‘সুমঙ্গল’র জন্য প্রচার শুরু করবে। ‘সুমঙ্গল’র ধারণ ক্ষমতা ৮০। সুমঙ্গলের ভাড়া ৩ ঘন্টায় ৫ হাজার টাকা এবং কমপক্ষে ৩ ঘন্টার জন্য ভাড়া করতে হয়। উপরন্তু ১০০০ টাকা অতিরিক্ত ভাড়ায় সুমঙ্গলে পাওয়া যাবে রান্নাঘর। দুটি বোটই ছাড়া হয় বাবুঘাট থেকে।
লাইভ কলকাতা টিভি দেখতে এখানে ক্লিক করুন
11th September, 2019 03:18 pm
ছবি প্রতীকী