Written By দেবাশিস সেনগুপ্ত
যে রাধে সে চুলও বাঁধে। ইচ্ছা থাকলে কোন প্রতিবন্ধকতাই ‘প্রতিবন্ধকতা’ নয়। ঠিক তেমনই সকাল থেকে এলাকার মানুষকে পুর পরিষেবা দেওয়ার পাশাপাশি পাওয়ার লিফটিং এর অধ্যবসায় কেবল তাঁকে নয় দেশকে এনে দিল সোনা। কলকাতা পুরসভার বেলেঘাটা অঞ্চলের ৩৩ নম্বর ওয়ার্ডের পুর প্রতিনিধি ৫৫ বছর বয়সী পবিত্র বিশ্বাস সম্প্রতি মঙ্গোলিয়ায় অনুষ্ঠিত এশিয়ান মাস্টার্স ২ পাওয়ারলিফটিংয়ে ১৩৫ কেজি ওজন তুলে সোনা ও ১০৫ কেজি ওজন তুলে ব্রোঞ্জ জয় অনেককে অবাক করলেও অবাক হননি পবিত্র বাবু। মাত্র তিন মাস আগে জাতীয় মাস্টার্স অনুষ্ঠিত হয় পুনেতে। সেখান থেকেও সোনা জয় করে এসে তাঁর মনোবল আরও তুঙ্গে ওঠে। তিন মাস কঠোর অনুশীলন করার পর সম্প্রতি ভারতীয় দলের প্রতিনিধি হিসাবে এশিয়ান মাস্টার্স ২ চ্যাম্পিয়নশিপে মঙ্গোলিয়ায় সোনা জয়ের পরে তাঁর একটিই উক্তি অধ্যবসায় ও অসংখ্য মানুষের আশীর্বাদ তাঁর এই জয়ের অনুপ্রেরণা বলে মনে করেন তিনি। ৩৩ নম্বর ওয়ার্ডের মানুষের সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগ ও দলের দায়িত্ব সামলানোর পরেও তাঁর অধ্যাবসায় তাঁকে এই সমুখ পানে এগিয়ে চলার অনুপ্রেরণা জোগায়।
লাইভ কলকাতা টিভি দেখতে এখানে ক্লিক করুন
16th September, 2019 03:26 pm