Written By কলকাতা টিভি ওয়েব ডেস্ক
জোয়া আখতার পরিচালিত রণবীর সিং ও আলিয়া ভাট অভিনীত 'গাল্লি বয়' ৯২ তম অস্কারে ভারতের প্রতিনিধিত্ব করবে। মুম্বইয়ের এক র্যাপার কিভাবে তাঁর স্বপ্ন সফল করে, এ ছবির গল্প এটাই। রণবীর সিংয়ের দাপুটে অভিনয় দর্শকদের মন জয় করেছিল। বার্লিন ফিল্ম ফেস্টিভ্যালে এই ছবির প্রিমিয়ার হয় এবং সেখানেও দর্শকদের উচ্ছ্বাস ছিল দেখার মত। এবার এই ছবির পরিচালক, অভিনেতা, কলাকুশলীদের অপেক্ষা অস্কারে চূড়ান্ত পর্বে মনোনয়নের। তারা সবাই বোধহয় মনে মনে গাইছেন 'আপনা টাইম আয়েগা'।